পণ্য নির্বাচন করা:
আপনার কাঙ্খিত পন্য অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি সরাসরি আপনার সাথে দেখা করে নমুনা দেখাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় ও উপযুক্ত পণ্যটি নির্বাচন করুন।
অর্ডার প্রদান:
আপনার পণ্য নির্বাচনের পর নির্ধারিত ফর্মে বিস্তারিত বিবরণ লিখে পণ্যের অর্ডার কনফর্ম করুন। ওয়ার্ক অর্ডার প্রদানের সময় অবশ্যই 50% মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় পণ্যের অর্ডার নিশ্চিত করা হয় না।
পণ্য মূল্য / কোটেশন:
আপনার পণ্য নির্বাচনের পর যে দরপত্র বা পণ্যের দর নির্ধারন করা হয় তা কেবল মাত্র ঐ দিনের বাজার মূল্য অনুসারে প্রদান করা হয়। যে কোন সময় পণ্য মূল্য পরিবর্তন হয় বিধায়, নির্ধারিত মূ্ল্যে আপনার পণ্য পেতে স্টক নিশ্চিত করার জন্য পণ্য মূল্য অগ্রিম হিসাবে প্রদান করতে হবে। অন্যথায় পরবর্তীতে বাজারদর পরিবর্তন হলে ওয়ার্ক অর্ডারে নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করতে সরবরাহকারী / অর্ডার গ্রহনকারী বাধ্য থাকবেন না। শুধুমাত্র অগ্রিম মূল্য প্রদানকৃত পন্যই নির্ধারিত দামে সরবরাহ করা হবে।
তথ্য প্রদান:
অর্ডার করার সময় আপনার প্রতিষ্ঠানের লোগো, নাম, ঠিকানা, কর্তৃপক্ষের স্বাক্ষর ইত্যাদি তথ্য ও নির্দ্বিষ্ট ডিজাইন এবং ছাত্র-ছাত্রীদের তথ্য, ছবি ও প্রয়োজনীয় উপকরন / স্যাম্পল সরবরাহ করুন। উক্ত তথ্য বা উপকরনের উপর ভিত্তি করে আমারা ডিজাইন ও স্যাম্পল (সম্ভাব্যক্ষেত্রে) সরবরাহ করে অনুমোদন নেওয়ার ব্যবস্থা গ্রহন করব। আপনার অনুমোদন সাপেক্ষে পন্য উৎপাদন করা হবে। ক্ষেত্র বিশেষে তথ্য সমূহ সরাসরি বা অন-লাইন, ইমেইল, কুরিয়ার ইত্যাদির মাধ্যমে প্রদান করা যাবে।
পণ্য ডেলিভারী:
অর্ডারকৃত পন্যসমূহ যথা সম্ভব দ্রুততম সময়ে ডেলিভারী প্রদান করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তবুও কার্যপ্রক্রিয়ার বিভিন্ন স্তরে নানাবিধ অসুবিধার জন্য ডেলিভারী বিলম্ব হতে পারে। বিশেষ করে ওভেন ব্যাচ, ফিতা, টাই, ক্যাপ কার্যপ্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় নির্ধারিত সময়ে ডেলিভারী বিঘ্ন হতে পারে।
পণ্য ডেলিভারী – মূল্য পরিশোধ:
পণ্য ডেলিভারীর সময় ডেলিভারীকৃত সকল পণ্যের মূল্য (ক্যাশ-অন-ডেলিভারী) পরিশোধ করতে হবে। কোন প্রকার বাকী লেন-দেন গ্রহনযোগ্য নয়। একাধিকবার / আংশিক ডেলিভারীর ক্ষেত্রে অর্ডার প্রদান এর সময় অগ্রীম পরিশোধ করা হলে উক্ত অর্থ সম্পূর্ন ডেলিভারী ও লেন-দেন নিষ্পত্তির সময় সমন্বয় করা হবে। এর মধ্যে ডেলিভারীকৃত পন্য সমূহের মূল্য নগদে পরিশোধ করতে হবে।